শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগের বাল্য বিবাহ ও যৌন হয়রানী বিষয়ক সচেতন মূলক কর্মশালা

news-image

বিশেষ প্রতিনিধি সোমবার ব্রাহ্মণবড়িয়ার বিজয়নগের বাল্য বিবাহ ও যৌন হয়রানী বিষয়ক সচেতন মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেরাসানী পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক দীপক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও মোঃ আবু নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফরিদা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তারা মিয়া, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব, সিঙ্গারবিল ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী। কর্মশালায় বক্তব্য রাখেন কাকলী আক্তার, তাজুল ইসলাম কাজী, বিষ্ণুপুর সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মোঃ হানিফ প্রমুখ। এতে স্থানীয় জনগণ ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বাল্য বিবাহ ও যৌন হয়রানী ও ইভটিজিং বন্ধ করার লক্ষে সকলের প্রতি অনুরোধ জানান। সকলের অভিবাকদের প্রতি বিশেষ করে আহ্বান জানান।