শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাকিস্তানের ষড়যন্ত্র স্মরণ করল বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : বাংলা ভাষা ও সংস্কৃতি মুছে ফেলতে পাকিস্তান যে নারকীয় কর্মকাণ্ড চালিয়েছিল, সোমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেটিকে স্মরণ করেছে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে এদিন ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা, মানববন্ধন, পথনাটক, বাইসাইকেল র‌্যালি ও সেমিনার আয়োজন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

শহীদ মিনারে বীর ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের পর ভাষা আন্দোলন দমনে তৎকালীন পাকিস্তানের ভূমিকা ও নিরীহ মানুষের ওপর নারকীয় হত্যার কথা স্মরণ করেন বক্তারা।

যশোর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। এ ছাড়া ভাষা আন্দোলনের ছবি প্রদর্শনী, মোমবাতি প্রজ্জ্বলন ও ‘ফালগুণী হাওয়া’ প্রামণ্য সিনেমা দেখানো হয়। ময়মনসিংহে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। ঐতিহাসিক ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি উপলক্ষে এদিন ঢাকায় প্রেস ক্লাবে ‘মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট’ (এমএডিই) এর আয়োজনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা হারুণ হাবিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও অন্যান্য বুদ্ধিজীবীরা ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ ছাড়া সেই সময়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়া ও এবং বর্তমানেও কীভাবে পাকিস্তান ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সে বিষয়টি তুলে ধরেন সেমিনারে। ‘২১ থেকে ৭১’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে বাঙালির ভাষা ও সংস্কৃতি দমনের চেষ্টার মাধ্যমে একটি দেশকে ধ্বংসে পাকিস্তানের ষড়যন্ত্র তুলে ধরেন বক্তারা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘রক্তে লেখা বাংলা ভাষা’ নামে একটি পথনাটকের আয়োজন করে ‘ওপেন ডায়ালগ বাংলাদেশ’(ওডিপি)। সামাদ ভূইয়ার নেতৃ্ত্বে একদল চিত্রশিল্পী বাংলা ভাষা ও সংস্কৃতি এবং দেশের বুদ্ধিজীবীদের দমনে পাকিস্তানের ভূমিকা চিত্রায়িত করেন।

ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ কল্যাণ সংস্থার আয়োজনে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে পাকিস্তানের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানান। সংগঠনের সভাপতি তৌফিক আহমেদ তাফসীর, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা এমদাদুল হক সালেক, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও সামাজিক অধিকারকর্মী হাফিজ শ্যাম্ভুতাকসহ ১৬০ জন এই বাইসাকেল র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিটি নিকুঞ্জের পাশে পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে পাকিস্তান হাইকমিশন হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়। এ সময় তাফসীর আহমেদ বলেন, পাকিস্তান ভাষা আন্দোলনকে দমাতে চেয়েছিল। তারা কখনই বাংলাদেশের জনগণকে বন্ধু হিসেবে নেয়নি, তারা সব সময় বাংলাদেশিদের নির্যাতন চালিয়ে গেছে।

বক্তারা বলেন, এখনো পাকিস্তানের কিছু এজেন্ট বাংলা ভাষা ও সাংস্কৃতিকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তারা পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। এ ছাড়া তারা বাঙালিদের ওপর নারকীয় হত্যাযজ্ঞের বিচার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৪ লাখ নারীকে ধর্ষণ ও ৩ লাখ বাঙালিকে হত্যা করেছিল পকিস্তান।

 

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী