শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর বিভাগে করোনা পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি,ভেঙ্গেছে অতীতের সব রেকর্ড

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণের হার অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৩১ শতাংশে। সরকারি বিধি নিষেধ না মানায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে রংপুরের সচেতন মহল। তারা অতিদ্রুত এই পরিস্থিতি উত্তরণে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণের হার কমানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার প্রায় ৫৩ দশমিক ৩১ শতাংশ। এক দিন আগে ছিল ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ৮৪৬ জনের জনের পরীক্ষা করে ৪৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৯৬৭ জনের দেহে করোনা পরীক্ষা করে ৫৮ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৭৯০ জন।
এদিকে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন জেলার হাসপাতালে ৮৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে সাধারণ বেডে ৬৫ জন, আইসিইউ বেডে ১৪ জন এবং এইচডিইউ বেডে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের প্রায় অর্ধেক দিনাজপুরে। দিনাজপুর হাসপাতালে ৩৭ রোগী চিকিৎসা নিচ্ছেন।

রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বিভাগের ৮ জেলায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যু না হলেও এপর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ২৫৫ জনের।এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন। তিনি জানান, রংপুর বিভাগে শনাক্তের হার এটাই সর্বোচ্চ। ভবিষ্যতে সংক্রমণ নিয়ন্ত্রণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন