শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

grafter-4 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ নৌ ও সড়ক পথে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার ধামাউড়া ও পানিশ্বর থেকে জনতার সহায়তায় ডাকাতদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক পানিশ্বর গ্রামের উত্তর পাড়ায় অভিযান চালায়।

এসময় থানার তালিকাভুক্ত চিহ্নিত নৌ ডাকাত মিলন ওরফে ভুট্টোকে (২৮) গ্রেফতার করে পুলিশ। ভুট্টোর বিরুদ্ধে সরাইল ও আশপাশের থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে।

এদিকে, একই সময়ে সরাইল-অরুয়াইল সড়কের ধামাউড়া গ্রামের কান্তার খালের ওপর সেতুতে একদল ডাকাত গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন ধাওয়া করে। এসময় তিন ডাকাতকে দু’টি রামদা, একটি হকি স্টিক ও সাতটি মোবাইল সেটসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হচ্ছে- অরুয়াইলের আবদুল হাকিম (২০), ধামাউড়ার অহিদ মিয়া (২২) ও নাসিরনগর উপজেলার গুজিখাইল গ্রামের ইয়াছিন মিয়া (১৮)।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ  বলেন, মহাসড়ক ও নৌ-পথে ডাকাতি রোধে এলাকার চিহ্নিত ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।