রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান সড়কে দাঁড়িয়ে স্বামীকে জেসিকার এক মিনিটের চুম্বন

news-image

বিনোদন প্রতিবেদকগান দিয়ে শ্রোতাদের মন অনেক আগেই জয় করেছেন জেসিকা সিম্পসন। এর বাইরে হলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেও হয়েছেন প্রশংসিত। পাশাপাশি ছোট পর্দার কয়েকটি রিয়্যালিটি শোতে অংশ নিয়ে ছিলেন আলোচনায়। ব্যক্তিগত জীবনে আমেরিকান ফুটবলার এরিক জনসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি গত বছর। যদিও এটি তার দ্বিতীয় বিয়ে। তবে বিয়ের এক বছর হলেও ২১ মে তাদের প্রেমের সম্পর্কের পূর্ণ হয়েছে ঠিক পাঁচ বছর। আর দীর্ঘ সম্পর্কের পূর্তি উদযাপন করতে গিয়ে এরিকের জন্য নানা ধরনের চমকপূর্ণ আয়োজন রেখেছিলেন তিনি। পুরো দিনটি তার সঙ্গে ছিলেন তিনি। সব কাজ বাদ দিয়েছিলেন সেদিন। একটু পর পর পোস্ট করছিলেন এরিক ও তার বিভিন্ন সময়ের ছবি। যেন পুরোপুরি আবেগে ভাসছিলেন জেসিকা। এ দিনটিকে নিজের জীবনের সবচেয়ে ‘সেক্সি ডে’ হিসেবেও ঘোষণা দিয়েছেন তিনি টুইটারে। আর হবেইবা না কেন! এদিন স্বাভাবিক ঘটনার মধ্যেও এরিককে চমকে দেয়ার জন্য একটি অদ্ভুত কা- ঘটালেন তিনি। দুপুর ঠিক ১১টায় যখন লস অ্যাঞ্জেলেসে ব্যাপক ব্যস্ত সময় কাটছিলো, ঠিক তখন জেসিকা একটি প্রধান সড়কে এরিককে নিয়ে হাজির হন। আর সেখানেই দাঁড়িয়ে সবার সামনে তাকে চুম্বন করেন জেসিকা। দীর্ঘ প্রায় এক মিনিটের এই চুমুদৃশ্যটি দেখে অবাক হয়ে যান উপস্থিত সবাই। অবাক হয়েছেন এরিকও। কারণ, এটা তার জন্য চমক ছিল। কিছুই জানতেন না তিনি। প্রধান সড়কে চুম্বনের মাধ্যমে ভালবাসা প্রকাশের এই অভিনব বিষয়টি ফলাও করে প্রকাশ করে আমেরিকার সংবাদ মাধ্যমগুলো। এরিকের প্রতি ভালবাসার কথা বলতে গিয়ে টুইটারে জেসিকা সিম্পসন লিখেছেন, এরিক আমার জীবনে আশীর্বাদস্বরূপ। কারণ, সে আমার জীবনে আসার পর বদলে যেতে থাকি আমি। একটি পরিপূর্ণ সুখের সময় আমি পার করছি। আর ২১শে মে ছিল সম্পর্কের ৫ বছরের পূর্তি। তাই দিনটি একটু অন্যভাবে উদযাপন করতে চেয়েছি। সবাই দোয়া করবেন যেন আমরা সারা জীবন এভাবে থাকতে পারি। 

এ জাতীয় আরও খবর

আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে : রিজভী

ব্যাংকক থেকে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সব ধরণের কথা বলা রিস্ক: ইসি আলমগীর

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

তীব্র গরমে স্কুলের টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ১৩ শিক্ষক-শিক্ষার্থী

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ হতে পারে

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল