বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় দলের সঙ্গে কোচ সালাউদ্দীনকেও যুক্ত করতে চায় বিসিবি

news-image

বিশেষ সংবাদদাতা : আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে মুছে ঘুরে দাঁড়াতে এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে।

কিন্তু আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্তির আগে এ নিবেদিতপ্রাণ ক্রিকেট ব্যক্তিত্ব কাজ শুরু করে দেবেন, এ খবর এরই মধ্যে প্রকাশ হয়েছে জাগো নিউজে। যে কথা সে কাজ। আজ রোববার থেকে কাজ শুরু করে দিয়েছেন টিম বাংলাদেশের নতুন ডিরেক্টর।

৭ তরুণ ক্রিকেটারকে (নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ ইমন, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি এবং তানভির ইসলাম) নিয়ে রোরবারই অনুশীলনে নেমে পড়েছেন খালেদ মাহমুদ সুজন।

এটা কি ভিন্ন স্টাইলের অনুশীলন? এ প্রশ্নর জবাবে সুজন বলেন, ‘নাহ! ভিন্ন স্টাইল না। নির্বাচকরা পাকিস্তানের সাথে সিরিজের আগে কিছু কিছু ক্রিকেটারকে দেখতে চেয়েছেন। যেহেতু কোচরা সবাই ছুটিতে এবং আসবেন আরও কয়েকদিন পর, তাই কাজ করার ব্যাপারটা ছিল ক্রিকেটারদের সঙ্গে। ডেফিনেটলি যেহেতু টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সামনে, এটা মাথায় নিয়েই তো খেলতে হবে।’

এই ৭ তরুণকে নিয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে কী করবেন? বা কি করানো হবে? জানতে চাইলে সুজনের উত্তর, ‘অনুশীলন করতে হবে। ও রকমই অনুশীলন করার চেষ্টা করছি যে, সিম্প্রোমাইজ করতেছি। টি-টোয়েন্টিতে আমরা যেভাবে খেলতে চাই সেভাবে অনুশীলনটা করতে চাচ্ছি আর কি!’

অনুশীলনের সময় কোচ মোহাম্মদ সালাউদ্দীনকেও দেখা গেল। তবে কী তিনিও জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত? এ কৌতুহলি প্রশ্নের জবাবে সুজন জানালেন, ‘অবশ্যই তাকে জাতীয় দলের সাথে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। সে জন্যই তো দেখছেন সালাউদ্দীনকে।’

জানা গেছে বোর্ডের উচ্চ পর্যায় থেকে খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর করার পাশাপাশি কোচ সালাউদ্দীনকে জাতীয় দলের সহকারি কোচ পদে নিয়োগ দেয়া কথা ভাবা হচ্ছে এবং সালাউদ্দীনকে এই প্রস্তাবও দেয়া হয়েছে। তবে এখনো কোন কিছু চূড়ান্ত হয়নি। কারণ সালাউদ্দীন খুব সিরিয়াসলি ক্লাব কোচিং করান। তিনি আগে ছিলেন গাজী গ্রুপের কোচ। এখন যোগ দিয়েছেন প্রাইম ব্যাংকে।

এখন জাতীয় দলের কোচ হলে সে চাকুরি ছেড়ে আসতে হবে। সালাউদ্দীন কী তা ছেড়ে দিয়ে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন? করলেও বিসিবি কী তাকে গাজী গ্রুপ আর প্রাইম ব্যাংকের চেয়ে বেশি অর্থ দেবে?

এসব বিষয় এখনো নিস্পত্তি হয়নি। আর তাই খালেদ মাহমুদ সুজনের মুখে এমন কথা, ‘আমরা (বিসিবি) চেষ্টা করছি। যদিও এটি সালাউদ্দিনের ব্যাপার, ও আসবে কি না। আমরা চাই ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে নিতে আর কি।’

 

এ জাতীয় আরও খবর