বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মঘট : সাভার-আশুলিয়া মহাসড়কে মানুষের ভোগান্তি

news-image

সাভার প্রতিনিধি : জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে চলছে ধর্মঘট। রাস্তায় নেই গণপরিবহন। সাভার ও আশুলিয়া সকাল থেকেই সড়কে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। প্রয়োজনের তাগিদে বের হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রাজধানীর আমিনবাজার সেতুর সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা যুবায়ের মাহমুদ ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, গণপরিবহণ না থাকায় সড়কে চলমান অটোরিকশা থাকলেও চওড়া ভাড়া হাকাচ্ছেন। জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহণ বন্ধ। কিন্তু মানুষের দুর্ভোগ ও ভোগান্তির মধ্যেও অটোরিকশা চালকরা সুযোগ নিতে শুরু করেছে। ১৫০ টাকার ভাড়া চাইছে ৪০০ টাকা।

এছাড়াও সকাল থেকে নবীনগর, বাইপাইল, জামগড়া, সাভার, হেমায়েতপুর, আমিন বাজারসহ বিভিন্ন স্থানে যাত্রীদের ভোগান্তি দেখা গেছে। সড়কে গণপরিবহনের চলাচল না করলেও অটোরিকশা, রিকশা ও প্রাইভেটকারের পাশাপাশি সরকারি বিআরটিসি বাস চলাচল করছে।