শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাছ ধরা নৌকায় জন্ম নিল শিশু

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার প্রতাপনগরে নদীর বেড়িবাঁধ ভাঙা বন্যতলা এলাকায় ঘরবাড়ি হারা দম্পতির সন্তানের জন্ম হয়েছে নৌকার ওপরে।

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা ভাঙন কবলিত এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার রাতে ছেলে সন্তানের জন্ম হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছেন।

জানা গেছে, আম্পানের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ইয়াকুব মিনারাদের ঘরবাড়ি সব বিলীন হয়ে যায়। তারপর থেকে ঘরবাড়ি হারিয়ে নৌকার ওপর সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন প্রতাপনগরের বন্যতলা এলাকায়। দেড় বছরের বেশি সময় ধরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ভাঙনের কবলে ঘরবাড়িও বিলীন হয়ে গেছে পরিবারটির। নিরুপায় হয়ে বসবাস করছেন মাছ ধরা নৌকার ওপর। সেখানেই সন্তান জন্ম দিয়েছেন ইয়াকুবের স্ত্রী মিনারা খাতুন।

চেয়ারম্যান জাকির আরও জানান, নৌকার ওপর সন্তানের জন্ম হচ্ছে তবে উপলব্ধি করা দরকার মানুষ কতটা কষ্টে রয়েছে। বন্যতলা বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত। বন্যতলার ওই এলাকাটি প্রতাপনগর ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সীমান্ত এলাকা। লোকালয় দিয়েই জোয়ারভাটা খেলা করছে। বসতভিটা হারিয়েছে হাজারো মানুষ। বাধ্য হয়েই কেউ বেড়িবাঁধের ওপর কেউবা নৌকায় বসবাস করছেন।

মৎস্যজীবী ইয়াকুব আলী জানান, আমি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বন্যতলা এলাকায় বাঁধ ভেঙে সব নদীতে চলে গেছে। ঘরবাড়িও চলে গেছে নদীগর্ভে। সাত সদস্যের পরিবার নিয়ে মাছ ধরা নৌকাটির ওপর বসবাস করছি। স্ত্রী মিনারা খাতুন গর্ভবতী ছিল। যাতায়াত ব্যবস্থা না থাকায় কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি।

বুধবার রাতে ছেলে সন্তানের জন্ম হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নদীর বেড়িবাঁধ ভেঙে বাস্তুচ্যুত হয়ে গেছি। যারা আর্থিকভাবে সচ্ছল তারা অন্যত্র চলে যাচ্ছে। কী করব? আমার কিছু করার নেই। আমাদের যাওয়ার মতো জায়গা নেই।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী