শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি২০ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার পাকিস্তান : ভারতীয় গণমাধ্যম

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খুব একটা ভালো করতে পারবে—এমনটা ছিল ভাবনারও বাইরে। এর কারণও কম নয়। বিশ্বকাপের আগেই বদল হয়েছে দলটির কোচ। চারিদিক থেকে ধেয়ে আসা সমালোচনা তো ছিলই। কিন্তু টুর্নামেন্ট শুরুর পরই সবকিছু যেন হাওয়ায় মিলিয়ে গেল। ভারতকে ১০ উইকেটে হারানোর পর নিউজিল্যান্ডের সঙ্গে জয়। এরপর আফগানিস্তানকে হারানো পাকিস্তান দলকে এখন অনেকেই বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন।

পাকিস্তান কেন টি২০ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার তার পাঁচটি কারণও খুঁজে বের করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

জেনে নিন সে পাঁচটি কারণ

‘ঘরের মাঠ’

টি২০ বিশ্বকাপ হচ্ছে পাকিস্তানের ‘ঘরের মাঠে’। ২০০৯ সালের পর থেকে সংযুক্ত আরব আমিরাতে খেলতে শুরু করে পাকিস্তান। এজন্য দুবাই, আবু ধাবির মাঠ পাকিস্তানের কাছে ‘ঘরের মাঠের’ মতোই।

রমিজ রাজার পদক্ষেপ

দলের ভেতরে সমস্যা হলে আরও শক্তিশালী হয়ে উঠে পাকিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপেও তা দেখা গেছে। এবার বিশ্বকাপের আগে কোচের দায়িত্ব ছাড়েন মিসবা উল হক। সে সময় মাত্র দায়িত্ব নিয়েছেন রমিজ রাজা।এসেই একাধিক বিতর্কের মুখে পড়েন তিনি। তবে তার নেওয়া সিদ্ধান্তে ইতিবাচক ফল পাওয়া গেছে।

বাবরের নেওয়া সিদ্ধান্ত

নিজের দল বাছার সুযোগ পেয়েছেন বাবর। দলে নেওয়া হয় শোয়েব মালিক, ফখর জামানদের। নিজে ওপেন করছেন রিজওয়ানের সঙ্গে। অধিনায়ক বাবরের নেওয়া এমন বেশ কিছু সিদ্ধান্ত সাফল্য এনে দিয়েছে দলকে।

অভিজ্ঞদের দলে নেওয়া

শোয়েব মালিকদের মতো অভিজ্ঞদের দলে নিয়ে আসা কাজ দিয়েছে পাকিস্তান দলের।

পাকিস্তান সুপার লিগ

পাকিস্তান সুপার লিগ বাবরদের সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০১৫ সালে শুরু হয় এ পিএসএল। এতে ভারত ছাড়া অন্যান্য দেশের তারকারা খেলেন। এখান থেকেই মূলত বাবররা টি২০ ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শিখে গেছেন।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী