শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ কসবার বায়েক গ্রাম গণহত্যা দিবস

news-image

বিশেষ প্রতিনিধি :  ২১ মে বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার  বায়েক গ্রাম গণ হত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার পাক বাহিনীর ব্রাশ ফায়ারে উপজেলার বায়েক গ্রামে এক সাথে ৩৪ জন নারী-পুরুষ নিহত হন। আহত হন আরো ২৭ জন। নিহতরা হলেন- নুর ইসলাম, আছমত আলী, আব্দুল মালেক, জহুর আলী, আব্দুল গণি, সেকান্দর আলী, চান মিয়া, রুফিয়া খাতুন, তোতা মিয়া, মঞ্জুর আলী, আছিয়া খাতুন, আয়েশা খাতুন, রাফিয়া খাতুন, কমলা খাতুন, নায়েব আলী, তৈয়ব আলী, দুলাল মিয়া, শাহজাহান মিয়া, জব্বর আলী, মিলন মিয়া, আবদুর রাজ্জাক, আবদুল মতিন, সুন্দর আলী, কালা মিয়া, সুরুজ মিয়া, জয়দনের নেছা, তমিজ উদ্দিন, আলী আহাম্মদ, আব্দুল বারেক, পাপিয়া খাতুন, শ্যাম মিয়া, আবদুল বারেক, সুধন মিয়া ও মালেক মিয়া। এদিকে নিহতদের স্মরণে উক্ত গ্রামে একটি স্মতিসৌধ নির্মাণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছে। তাছাড়া নিহতদের স্মরণে এলাকাবাসী আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে।