রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে কসবা পৌরসভার সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ আইন- শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. জিল্লুর রহমান, ব্রাহ্মনবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, র‍্যাব-১৪ অধিনায়ক লে. কর্ণেল রাফিউদ্দিন যোবায়ের, উপ-পরিচালক এনএসআই মো. কামরুজ্জামান, ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস. এম মেহেদী হাসান, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল হাদী, এএসপি (কসবা সার্কেল) মো. নাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, কসবা উপজেলা নির্বাচন অফিসার মো. জাসিদুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া প্রমুখ।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সঞ্চালনায় বিশেষ আইন-শৃঙ্খলা সভায় আসন্ন কসবা পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩৪ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন।

বিশেষ আইন-শৃঙ্খলা সভার সভাপতি জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, নির্বাচনে জনগণের রায় নিতে হবে। আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে। আজ থেকে ৩ জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। নির্বাচনের দিন ৯ জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। আপনারা নির্বাচনী আইন মেনে প্রচার-প্রচারণা চালাবেন। আইন না মানলে পরিণতির কথা ভাববেন। আপনারা কসবার সুনাম রক্ষা করবেন। সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। এর কোন ব্যত্যয় ঘটবে না।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. জিল্লুর রহমান আগামী ২ নভেম্বর কসবা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ও নির্বাচনী কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সেজন্য যা যা করার দরকার আমরা তা করব। তিনি উপস্থিত প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে : রিজভী

ব্যাংকক থেকে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সব ধরণের কথা বলা রিস্ক: ইসি আলমগীর

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

তীব্র গরমে স্কুলের টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ১৩ শিক্ষক-শিক্ষার্থী

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ হতে পারে

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল