বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মা ঘুমাচ্ছেন’ ভেবে মৃত মায়ের পাশে দুই শিশুর কয়েক দিন

news-image

‘অনলাইন ডেস্ক : মা মারা যাওয়ার পরেও পাঁচ ও সাত বছর বয়সী দুই বোন ভেবেছিল তাদের মা হয়তো ঘুমাচ্ছেন। এভাবেই তারা কয়েক দিন মৃত মায়ের পাশে কাটিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের মায়ের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটে ফ্রান্সের উত্তর–পশ্চিমাঞ্চল। গতকাল শনিবার ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে স্থানীয় একজন সরকারি কৌঁসুলি।

এএফপির খবরে বলা হয়, আঞ্চলিক সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই শিশু দুটি টানা কয়েক দিন অনুপস্থিত থাকায় তাদের স্কুল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। গত বুধবার যখন পুলিশ লো মানস শহরের ওই ফ্ল্যাটে যায়, তখনো দুই বোন ভেবে বসেছিল যে তাদের মা ঘুমাচ্ছেন। তাই পুলিশ কর্মকর্তাদের দেখার পরই দুই বোন বলে ওঠে, ‘শান্ত থাকুন, মা ঘুমাচ্ছেন।’কদিন ধরে তারা এই অবস্থায় ছিল তা জানা যায়নি।

এরপর পুলিশ সদস্যরা ভেতরে ঢুকে তাদের মায়ের মরদেহ উদ্ধার করেন। ওই নারীর জন্ম ১৯৯০ সালে আইভরি কোস্টে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে জানা গেছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। মায়ের মরদেহ উদ্ধারের পর মেয়ে দুটিকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় শিশু লালন কেন্দ্রে। মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে তাদের ‘কাউন্সেলিং’ সেবা দেওয়া হচ্ছে।

আঞ্চলিক সরকারি কৌঁসুলি ডেলফিনে ডেওয়াইলি এএফপিকে বলেন, ‘অপরাধমূলক কিছু থেকে তার মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি না। আমরা আরও কয়েক দিন অপেক্ষা করব। তারপর ছোট ওই দুই শিশুর কাছ থেকে প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি নেব।’

 

এ জাতীয় আরও খবর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়

ভারতীয় দলে সানজু, বাদ কেএল রাহুল

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

গরমের সঙ্গে বেড়েছে কলেরা রোগী

হিট স্ট্রোক: সাত দিনে ১০ জনের মৃত্যু