রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজির কষ্টার্জিত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, কিলিয়ান এমবাপ্পে আর নেইমারকে নিয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের আক্রমণভাগ। এই লাইনআপ নিয়েও জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে পিএসজিকে। লিগ ওয়ানে গতকাল রাতে লিওঁর বিপক্ষে ম্যাচে পিছিয়ে থেকে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলের জয়ে মান বাঁচিয়েছে ফরাসি জায়ান্টরা।

রোববার পার্ক দেস প্রিন্সেসে লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামে পিএসজি আর লিওঁ। বল দখলে পিএসজি কিছুটা এগিয়ে থাকলেও ম্যাচে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি তারা। লিওঁর ১২ শটের বিপরীতে পিএসজি নিয়েছে ১৪টি শট। দুই দলই লক্ষ্যে রাখতে পেরেছে ৫টি শট। গোলের সুযোগ তৈরিতেও সমানে সমানে লড়েছে লিওঁ।

পিসজির হয়ে ঘরের মাঠে অভিষেকটা রাঙাতে পারেননি মেসি। গোলের সুযোগ অবশ্য তৈরি করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তবে গোলমুখ খুলতে পারেননি। শুরুর দিকেই পেয়েছিলেন গোলের সুযোগ। তবে মেসির শট আটকে লিওঁকে বাঁচান জেসন ডেনায়ের। প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ পেয়েছিলেন এমবাপ্পেও। নেইমারের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। পরে মেসির দারুণ এক পাসে গোলরক্ষককে একা পেয়েও শট পোস্টে রাখতে পারেননি ফরাসি স্ট্রাইকার। প্রথমার্ধে আক্রমণে লিওঁ খুব বেশি পিছিয়ে ছিল না। তবে আক্রমণ-প্রতি আক্রমণের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণের গতি বাড়িয়ে দেয় দুই দল। গোলও পেয়ে যায় লিওঁ। ৫৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে বক্সের ভেতরে থাকা লুকাস পাকুয়েতার দিকে বল বাড়ান তোকো একাম্বি। পাকুয়েতার সামনে ছিলেন শুধু পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। কোনো কালক্ষেপণ না করে সরাসরি গোলে শট নেন তিনি। ইতালির ইউরোজয়ী গোলরক্ষক দোনারুম্মা বাঁদিকে ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে উঠে পিএসজি। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেন লিওঁর রক্ষণ। অবশেষে ৬৬ তম মিনিটে স্পট কিকে দলকে ম্যাচে ফেরান নেইমার। নির্ধারিত সময় শেষে ম্যাচ যখন ড্রয়ের দ্বারপ্রান্তে তখনই বাজিমাত করেন মাওরো ইকার্দি। ৮২ মিনিটে দি মারিয়ার বদলি হয়ে নামা ইকার্দি ম্যাচের যোগ করা সময়ে এমবাপ্পের দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান। শেষ পর্যন্ত ইকার্দির জয়সূচক গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এ জাতীয় আরও খবর

টানা পাঁচ দফায় কমলো সোনার দাম

কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি

ঢাকা-রাজশাহীসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠান কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী

ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার

জ্যোতির ফিফটির পরও হারল বাংলাদেশ

আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে : রিজভী