শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুতিনের ঘনিষ্ট অনেকের করোনা শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রেমলিনে তার ঘনিষ্টজনদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান। খবর এনডিটিভির।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। এ সপ্তাহের শুরুতে ৬৮ বছরের পুতিন জানান, ঘনিষ্টজনদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় তিনি নিজেকে সঙ্গহীন অবস্থায় নিয়ে গেছেন।

মস্কো নেতৃত্বাধীন নিরাপত্তা এলায়েন্সের সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে পুতিন বলেন, ‘আমার ঘনিষ্ট সার্কেলের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটা কেবল এক দু’জনের মধ্যে নয়, কয়েক ডজনের মধ্যে।’

অবশ্য পুতিন করোনা টিকার দুই ডোজই গ্রহণ করেছেন। মহামারির শুরুর দিকে নিজ দেশে উৎপাদিত স্পুটনিক-ভি টিকা নিয়েছেন তিনি।