শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের সময় এগিয়ে আসায় ধরপাকড় শুরু করেছে সরকার: নুর

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : নির্বাচনের সময় এগিয়ে আসায় সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে বলেও মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ছাত্র অধিকার পরিষদে’র নব গঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার বুঝতে পেরেছে, তাদের সময় ফুরিয়ে এসেছে। তাই তারা এখন মরণকামড় দেবে। তবে দেশকে আমরা গণতন্ত্রহীন অবস্থায় রাখতে পারি না। অতিদ্রুত গণতন্ত্র উদ্ধারে আমরা মাঠে নামবো।
নুরুল হক নুর বলেন, দেশে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার চলছে। রাজনীতির মাঠকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করে দেওয়া হচ্ছে। সরকার রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে দিচ্ছে না। ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। আগে ছিল সামরিক শাসন, এখন দেখছেন পুলিশি শাসন। মোদিবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের মামলা প্রত্যাহার করতে হবে।

 

এ জাতীয় আরও খবর