শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে নারীদের দেরিতে সন্তান নেয়ার আহ্বান জানাল শ্রীলঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার সরকার সেদেশের নারীদের দেরিতে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছে। এর কারণ হিসেবে করোনায় প্রসূতির মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়াকে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, দেশটিতে গত চার মাসে ৪০ জন গর্ভবতী নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটা জানিয়েছে। দেশটির হেলথ প্রমোশন ব্যুরোর পরিচালক চিত্রমালি ডি সিলভা বলেছেন, ‘সাধারণত বছরে ৯০ থেকে ১০০টি মাতৃমৃত্যু হয়ে থাকে। কিন্তু করোনার তৃতীয় ঢেউ শুরুর পর শুধুমাত্র কোভিডেই ৪১ গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে।’

কোভিড-১৯ এর ঝুঁকির কারণে অন্তত এক বছর দেরি করার আহ্বান জানাচ্ছেন সরকারের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হর্ষ আতাপাত্তুও। তিনি জানান, প্রায় পাঁচ হাজার ৫০০ সন্তানসম্ভবা নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭০ শতাংশ দুই ডোজ টিকা পেয়েছেন।