শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শ্রমিককে গণধর্ষণ: জড়িতদের গ্রেফতার দাবিতে নেতৃবৃন্দ

news-image

ডেস্ক রির্পোট : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সংগঠক জেসমিন আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সাইফুল ইসলাম শরীফ, সিপিবি নারী সেলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি শোভা সাহা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক সুলতানা আক্তার।
নেতৃবৃন্দ বলেন, গত সোমবার কাজ শেষে বাসে করে বাড়ী ফেরার পথে গণধর্ষণের শিকার হন ওই নারী কর্মী। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাসেই ঘুমিয়ে পড়েছিল। বাসের অন্যান্য যাত্রী নেমে যাওয়ার পর ওই শ্রমিককে একা পেয়ে বাস-চালক ও হেলপারসহ চারজন ধর্ষণ করেন।  ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারী অজ্ঞান হয়ে যায়। পরে ধর্ষণকারীরা তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। এ ঘটনায় বাসের হেলপার গ্রেফতার হয়েছেন। চালকসহ জড়িত অন্যদের এখনো গ্রেফতার করা হয়নি। ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশের কোন উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি। 
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।