শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ট্রলারসহ ভারতীয় ১৩ জেলে আটক

news-image

উপজেলা প্রতিনিধি : অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মোংলায় কোস্টগার্ড সদর দপ্তরের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ‘এফ বি মা-বাবার আর্শিবাদ-১২’ নামে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখতে পায় সমুদ্রে টহলরত কোস্টগার্ড সদস্যরা। পরে ওই ট্রলারটির কাছে গিয়ে সেখান থেকে ১৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বাড়ি ভারতের কলকাতায়। ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় নেয়া হচ্ছে। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ৮ আগস্ট ওই একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করে কোস্ট গার্ড।