শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কাইপিতে যেকোনো ভাষায় অনুবাদ

news-image

প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফট করপোরেশনের স্কাইপিতে যুক্ত হচ্ছে ট্রান্সলেটর সেবা। নতুন এই সেবাটির মাধ্যমে স্কাইপি ব্যবহারকারীরা ভিডিও চ্যাট এবং ইনস্ট্যান্ট ম্যাসেজ ভাষান্তর করতে পারবেন।

এর আগে এই সেবাটি পাওয়ার জন্য স্কাইপি ট্রান্সলেটর প্রিভিউ প্রোগ্রামে সাইন ইন করতে হতো। এখন থেকে আর সাইন ইন করার কোনো ঝামেলা নেই। সকলের জন্য সেবাটি উন্মুক্ত করা হয়েছে।

স্কাইপির ট্রান্সলেটর সেবাটি উইন্ডোজ ৮ অ্যাপের পরিবর্ধিত সংস্করণে মিলছে।

এ বছরের ডিসেম্বর থেকে মাইক্রোসফটের স্কাইপে ট্রান্সলেটরের প্রিভিউ পাওয়া যাচ্ছে। এই সেবাটি কেবলমাত্র উইন্ডোজ ব্যবহারকারীরাই পাচ্ছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৮ কিংবা ১০ চালিত কম্পিউটারে এই অ্যাপসটি ডাউনলোড ও ব্যবহার করা যাবে। এটি উইন্ডোজ স্টোরে পাওয়া যাচ্ছে।

বর্তমানে স্কাইপিতে অডিও মেসেজ ইংরেজি, স্প্যানিশ, ইতালিয়ান এবং মান্দারিন (চীন) ভাষা ট্রান্সলেটরের সাহায্যে ভাষান্তর করা যাচ্ছে। অন্যদিকে টেক্সট ম্যাসেজ ৫০ টি ভাষায় ভাষান্তর করা যাচ্ছে।

এ বিষয়ে ইয়াসমিন খান নামের স্কাইপির এক কর্মকর্তা ব্লগ পোস্টে জানান, ‘আমরা ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা করছি। যাতে করে মানুষ একে অপরের সঙ্গে অন্যদের ভাষা সহজেই বুঝতে পারে।