শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালাহ উদ্দিন কিভাবে ভারতে গেলেন তা খতিয়ে দেখবে পুলিশ

news-image

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ কিভাবে ভারত গেলেন তা খতিয়ে দেখবে পুলিশ। এবিষয়ে তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। দুপুরে পুলিশ সদর দফতরে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সালাহ উদ্দিনের সাথে তার স্ত্রী হাসিনা আহেমেদের কথপোকথনের মাধ্যমে এটা পরিষ্কার যে বিএনপির এই নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেনি।’

শহীদুল হক বলেন, ‘নিখোঁজ হবার পর থেকেই তার সন্ধান করছিল পুলিশ। বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা আছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত।

এর আগে দুপুর পৌনে ৩টার দিকে গুলশান-২ এর ৭৭ নম্বর রোডের ৭ নম্বর বাসার সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ভারতের মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে আছেন সালাহ উদ্দিন। তিনি সুস্থ আছেন।’

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। এরপর তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার স্বামীকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।