বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিগের অনুমতির অপেক্ষায় বাফুফে

news-image

স্পোর্টস রিপোর্টার : করোনাভাইরাসের কারণে লকডাউন থাকলেও ৩০ জুলাই থেকে ফের লিগের খেলা শুরু করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত।

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ৩০ জুলাই থেকে বিশেষ ব্যবস্থায় খেলা পরিচালনার জন্য অনুমতি চাওয়া হয়েছে সরকারের কাছে। অনুমতি পেলে ৩০ জুলাই থেকেই খেলা শুরু হবে। অনুমতি না পেলে পরে হবে।

এদিকে ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। অথচ সাফের স্বাগতিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে বাফুফে। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ক্রিকেটের সঙ্গে ফুটবলের তুলনা আমি করবো না।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, অস্ট্রেলিয়া একটি মাত্র দেশ। কিন্তু সাফ খেলতে গেলে বাহির থেকে পাঁচটি দেশের ফুটবলাররা আসতেন। তখন পাঁচভাবে তাদের নিরাপত্তা দিতে হতো।