শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Brahmanbaria-Shilpokola-picture_15-2-14-5-300x233 জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদীন বাংলাদেশের গৌরব। বাংলার মানুষের জীবন, সংগ্রাম তাঁর ছবির গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট।

তিনি শনিবার জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমীর হলরুমে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও জেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লালের সভাপতিত্বে ও বাচিকশিল্পী হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মো.নাজমুল আহসান, এডহক কমিটির সদস্য পীযুষ কান্তি আচার্য,মো.মনির হোসেন।