রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবার একসঙ্গে আজিজুল হাকিম ও ফেরদৌস

news-image

বিনোদন প্রতিবেদক : নাটক ও চলচ্চিত্র; দুই অঙ্গনের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও ফেরদৌস আহমেদ প্রথমবার একসঙ্গে হাজির হয়েছেন। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের রডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারা। দেশের প্রায় সবগুলো চ্যানেলে এরইমধ্যে বিজ্ঞাপনটির প্রচারও শুরু হয়েছে। এটি পরিচালনা করেছেন তারিকুল ইসলাম।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘অনেকদিন পর চমৎকার একটি গল্পের বিজ্ঞাপনে কাজ করেছি। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। ফেরদৌসের সঙ্গে এবারই প্রথম কোন কাজ হলো। আমার ছাত্রের ভূমিকায় বিজ্ঞাপনটিতে সে মডেল হিসেবে কাজ করেছে। একদিন শুটিং করেছি আমরা। কিন্তু কাজটি বেশ উপভোগ্য ছিলো। ধন্যবাদ নির্মাতা তারিকুল ইসলামকে এতো চমৎকার একটি কাজ করার জন্য। ফেরদৌসের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি, এটা বলতেই হয়।’

ফেরদৌস বলেন, ‘আমার মনে পড়ে গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি সিনেমায় হাকিম ভাই ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু আমার সেই ছোট্ট চরিত্রের অভিনয়টুকুই এখনো মনে গেঁথে আছে। শুরু থেকেই তাকে দেখে এসেছি যে তিনি একজন সৎ মানুষ। কাজের প্রতি নিষ্ঠাবান একজন মানুষ। সর্বোপরি তিনি একজন ভালো মানুষ। তারসঙ্গে শুরু থেকেই আমার হৃদ্যতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যদিও আমরা একদিন শুটিং করেছি। কিন্তু সময়টা আমরা সত্যিই ভীষণভাবে উপভোগ করেছি।’

বিজ্ঞাপনটির নির্মাতা তারিকুল ইসলাম বলেন, ‘এই বিজ্ঞাপনের মূল আকর্ষণ হাকিম ভাই এবং ফেরদৌস ভাই। তাদের দু’জনের কারণে বিজ্ঞাপনটি দর্শকের কাছে দারুণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আগামীতেও হাকিম ভাই, ফেরদৌস ভাইকে নিয়ে কাজ করতে আগ্রহী আমি।’

বিজ্ঞাপনটিতে আরো অভিনয় করেছেন নূসরাত ও শিশুশিল্পী দিহান।

 

এ জাতীয় আরও খবর

৬৪ শতাংশ মানুষের বাজেট নিয়ে কোনো প্রত্যাশা নেই: সিপিডি

আমদানি বন্ধে দাম বেড়েছিল হু হু করে, চালুর খবরে কমেছে সামান্য

আরএসএফ’র র‍্যাংকিং পদ্ধতির ভুল আবারও তুলে ধরবো: তথ্য প্রতিমন্ত্রী

ওমরাহ পালন করেছেন ফখরুল দম্পতি

এই সরকারের আমলে জনগণ ভোট দিতে পারে না : রিজভী

‘ভোটে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত’

দেশে মুক্ত গণমাধ্যম অনুপস্থিত : মঈন খান

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র স‌চিব

আবারও রিমান্ডে মিল্টন সমাদ্দার

জনগণের কথা চিন্তা করে আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী

সুন্দরবনের আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি

শাহজালালে ৩ রাত ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে