শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে নতুন বিতর্ক, ইহুদি বসতি সরিয়ে হচ্ছে সেনা ছাউনি

news-image

অনলাইন ডেস্ক : আরও আগ্রাসী হয়ে উঠছে দখলদার ইসরায়েল। এবার ওয়েস্ট ব্যাঙ্ক থেকে একাধিক ইহুদি পরিবারকে সরে যাওয়ার নির্দেশ নিয়েছে দেশটি। ওই জায়গায় সেনা ছাউনি তৈরি হবে বলে জানানো হয়েছে। খবর ডয়চে ভেলের।

তবে ফিলিস্তিনিরা এই সিদ্ধানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, ওই জমি তাদের। সেনার বদলে তাদের ওই জমি প্রাপ্য ছিল।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ওই ইহুদি পরিবারগুলিকে নোটিস দেয় ইসরায়েল সরকার। বলা হয়, শুক্রবার বিকেল ৪টার মধ্যে তাদের ওই জমি ছেড়ে দিতে হবে, অন্যথায় গিয়ে তাদের তুলে দেওয়া হবে।
ইসরায়েল বলছে, ওই জায়গাটি স্ট্র্যাটেজিক। ফলে সেনা সেখানে ছাউনি গড়ে তুলবে। তৈরি হবে পোস্ট। যদিও ওই জমির পাশেই ফিলিস্তিনিদের বসবাস। নিরীহ ফিলিস্তিনিরা এ নিয়ে বিক্ষোভও করেছে।