শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় ১৫১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

news-image

প্রতিনিধিময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ১৫১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে বিভাগে শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন ২ জন। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় মোট ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেরপুর জেলায় ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়। জামালপুরে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের এবং নেত্রকোনায় ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগের ময়মনসিংহ জেলায় একজন ও শেরপুর জেলায় একজনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৭১।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানায়, এক সপ্তাহ ধরে ময়মনসিংহ বিভাগের করোনা সংক্রমণের হার ১৪ থেকে ১৮ শতাংশের মধ্যে রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রেণের জন্য ময়মনসিংহ বিভাগেও বিধিনিষেধ চলছে।

করোনাভাইরাসে সংক্রমিত ১৫ রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।