শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত জেলার সব অফিস বন্ধ জরুরি সেবা ছাড়া

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ২২ জুন (মঙ্গলবার) ভোর থেকে ৩০ জুন পর্যন্ত জরুরি সেবা ছাড়া সাত জেলার সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, জরুরি পরিষেবা ছাড়া মঙ্গলবার থেকে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও মুন্সিগঞ্জের সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

এই সাত জেলায় আগামীকাল থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।