শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাকবিতণ্ডা নিয়ে দু’পক্ষের সংর্ঘষ, ১৫ জন আহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার  বিকেলে এ সংঘর্ষের আহত বেশ কয়েকজন জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মোশারফ হোসেন (৪০), খায়ের মিয়া (৩৫), সিরাজ মিয়া (৬০), রহিজ মিয়া (৬৫), বাহার মিয়া (৫৫), জাবের হোসেন (৩৫) ও জামের মিয়া (৫০)।
প্রর্তক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোপীনাথপুর গ্রামে একটি মসজিদে খতিব মাদক ও সন্ত্রাসবিরোধী বয়ান করেন। নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ভূঁইয়া বাড়ির চুনু মিয়ার ছেলে শিপন মিয়া ও হাজী বাড়ির রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়া বাকবিতণ্ডায় জড়ান।
এরই জেরে উভয়পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।লিখিত অভিযোগের ভিওিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।