শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় লাখ টাকা অনুদান

news-image

নোয়াখালী প্রতিনিধি : ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় স্যালাইন সংকটে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন মারা যান। ডায়রিয়ার জন্য পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা না থাকায় সঠিক চিকিৎসা পাচ্ছিল না রোগীরা। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর স্যালাইন কেনার জন্য এমপি একরাম চৌধুরী দেড় লাখ টাকা নগদ অনুদান প্রদান করেছেন।

বিষয়টি সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শায়েলা সুলতানা ঝুমা সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্যাহ আল মামুন জাবেদকে অবহিত করলে জাবেদ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে অবহিত করেন। এমপি একরাম বিষয়টি জানার পর দেড় লক্ষ টাকা নগদ অনুদান দেন।

আজ দুপুর ১টায় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কক্ষে অনুদান হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নগদ দেড় লক্ষ টাকা আবাসিক মেডিকেল অফিসার শায়েলা সুলতানা ঝুমার হাতে তুলে দেন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, ২নং চরবাটা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফয়সাল আকাশ, ছাত্রলীগ নেতা বাবলু, সাংবাদিক ইমাম উদ্দান সুমনসহ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীবৃন্দ।