শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার তান্ডব: জেলা পরিষদের কতৃপক্ষের সাংবাদিক সম্মেলন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের ডাকা হরতালসহ দুই দিনের তান্ডবে  ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ ঘটনায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পরিষদ কতৃপক্ষ। রোববার দুপুরে জেলা পরিষদ অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম (এমএসসি)। তিনি বলেন, দীর্ঘ ১৩১ বছরের গঠিত জেলা পরিষদ গত ২৬ মার্চ হেফাজত ইসলাম কতৃক বিক্ষোভ মিছিল চলাকালে জেলা পরিষদের কাউতলী ডাকবাংলো নীচতলার গেইট ভেংগে ভিতরে ঢুকে  ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ  ঘটনায় ৮ টি সিসি ক্যামেরা, ডিজিটাল এলএডি বোর্ড, ড্রাইনিং রোম,৮ সেট সোফা, টেবিল-খাট, বাংলোতে থাকা ব্যবহৃত সরন্জাম ও টিভি-ফ্রিজ ব্যাপক ভাংচুর করে। তিনি আরো বলেন, এছাড়া গত ২৮ মার্চ হেফাজতে ডাকা হরতালে জেলা পরিষদ নীচতলার গ্যারেজ-গেট ভেংগে সিসি ক্যামেরা, এসি-ফ্যান,জেনারেটর, কম্পিউটার, সাউন্ড সিস্টেম, ডিজিট্যাল ফিংগার মেশিন, জানালা, মটর সাইকেলসহ যাবতীয় ব্যবহিত সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিষপএের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জেলা পরিষদ ডাকবাংলো ও জেলা পরিষদের ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা মত হবে বলে প্রাথমিক হিসাব বের হয়েছে। দুইদিনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দুটি মামলা রুজু করা হয়ছে ।  সাংবাদিক সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন সহ জেলা প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।