শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ফরম্যাটে অবসর নেবেন তামিম!

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে বাংলাদেশের বেশিরভাগ রেকর্ডই তামিম ইকবালের দখলে। সম্প্রতি নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছেন। আর ফিরেই ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন ওয়ানডে অধিনায়ক। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৩টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বলেছেন, ক্যারিয়ার দীর্ঘ করতে যে কোনও একটি ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি।

তামিম স্পষ্ট করে না বললেও, অনলাইন প্ল্যাটফর্ম ‘অলরাউন্ডারকে’ দেওয়া এক সাক্ষাৎকারে এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘যদি চিন্তা করি পরবর্তী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই, তাহলে তিনটা ফরম্যাট আমার মনে হয় না এক সঙ্গে খেলতে পারবো। এটা সম্ভব নয়। তো আমার বেছে নিতে হবে সম্ভবত কোন দুটা ফরম্যাট আমার জন্য গুরুত্বপূর্ণ বেশি।’

তিনি যোগ করে বলেন, ‘দলে প্রভাব বিস্তার করতে পারবো কোন দুই ফরম্যাটে। সেই দুই ফরম্যাটও আমার বেছে নিতে হবে। এটা এখনও হতে পারে বা এখন থেকে ৬ মাস পরেও হতে পারে। এমনও হতে পারে দুই ফরম্যাটে না খেলে এক ফরম্যাট খেলবো।’

সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেছেন তামিম। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগের সংবাদ সম্মেলনে হুট করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নেন তামিম।