বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী আবদুল মোত্তালিবের করোনায় মৃত্যু

news-image

ঈশ্বরদী প্রতিনিধি : দেশের বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. আবদুল মোত্তালিব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন পাবনার ইশ্বরদী উপজেলার এই কৃতি সন্তান।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি’র (ইউসেট) উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন অধ্যাপক আবদুল মোত্তালিব।

১৯৯৫ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন আবদুল মোত্তালিব। ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত গাজীপুরের আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যাপনা করেন। এ সময় বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর বেসরকরি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও ইউল্যাবেও অধ্যাপনা করেন।

আবদুল মোত্তালিব রূপপুর বিবিসি বাজারের ডাক্তার ঈমান আলীর দ্বিতীয় ছেলে। এই অধ্যাপক রূপপুরের জিসান হৃদ মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। এ ছাড়া তিনি পাকশী রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের প্রাক্তণীর দায়িত্বে ছিলেন।

এ জাতীয় আরও খবর