শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুগল ডুডলে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। আজ শুক্রবার গুগলের সার্চ আইকনে গেলেই দেখা যাবে নীল আকাশে সাদা মেঘের ভেলা। এর মধ্যে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। নিচে গুগলের লোগোও লাল-সবুজ।

বিশেষ বিশেষ দিবস উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস, জাতীয় উৎসব, বিশিষ্ট কোনো মানুষের জন্মদিন উপলক্ষে গুগল বরাবরই ডুডল প্রকাশ করে আসছে। এবারের স্বাধীনতা দিবসেও তার ব্যতিক্রম হয়নি।

গুগলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসের ডুডল। এতে ক্লিক করলেই চলে আসছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পর্কিত বিভিন্ন তথ্য ও খবর।

উল্লেখ্য, বিভিন্ন দিবস, বিখ্যাতদের জন্মদিন কিংবা নানান আয়োজনে গুগলের লোগো পরিবর্তন এখন অনেকটাই নিয়মে দাঁড়িয়েছে। এসব দিনকে উপলক্ষ করে নিজেদের লোগোতে পরিবর্তন আনে বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন। এই বিশেষ ‍দিনের লোগোকে বলা হয় ‘গুগল ডুডল’। ইতিমধ্যে গুগলের শতাধিক দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে ও প্রতি বছর করে যাচ্ছে।