শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিকায় সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

news-image

অনলাইন ডেস্ক : ডিআর কঙ্গোতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। আফ্রিকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

সোমবার পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর কিভুর রাজধানী গোমার উত্তরে বন্দুক হামলার মুখে পড়েন ইতালীয় রাষ্ট্রদূত লুকা আতানাসিও। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

ডিআর কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গোমার কাছে হামলার মুখে পড়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গাড়িবহর। যার মধ্যে ছিলেন ৪৩ বছর বয়সী আতানাসিও।

গাড়িবহরে থাকা ইতালির সামরিক পুলিশের একজন কর্মকর্তা এবং আরেক ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আফ্রিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইও। তিনি জানান, কী ঘটনা ঘটেছে সেটি উদ্‌ঘাটনে কোনো ছাড় দেওয়া হবে না।

কর্মকর্তাদের বরাতে ধারণা করা হচ্ছে, ভিরুঙ্গা ন্যাশনালের পার্কের কাছে অপহরণের চেষ্টা থেকে এ হামলার ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কারা এ হামলা চালিয়েছে। তবে পার্ককে ঘিরে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ততপর আছে।

ডিআর কঙ্গোর পশ্চিমে সামরিক বাহিনীর সঙ্গে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ ঘটে। ওই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী।

নিহত আতানাসিও ২০১৭ সালে দেশটিতে ইতালির রাষ্ট্রদূত হন। ২০০৩ সালে তিনি কূটনৈতিক মিশনে যুক্ত হয়েছিলেন। মরক্কো ও নাইজেরিয়াতেও তিনি দায়িত্ব পালন করেন।