শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে সোজা বাবার কবরে সিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পরেই বাবার মৃত্যুর খবর পান মোহাম্মদ সিরাজ। তবে কোয়ারেন্টাইন জটিলতায় দেশে ফেরেননি। সেই সিরাজই ব্রিজবেনে ভারতের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক। অস্ট্রেলিয়া মিশন শেষ করে দেশে ফিরে যিনি বিমানবন্দর থেকে সোজা চলে গেলেন বাবার কবরের পাশে।

২০ নভেম্বর ২০২০, এদিন মারা যান সিরাজের বাবা। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে প্রথম অস্ট্রেলিয়া সফর, কোয়ারেন্টাইনের নানা ধকল এসব ঝক্কির কারণে বাবাকে শেষবার দেখা হয়নি দেশে ফিরে।

ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের পক্ষে তরুণ পেসারকে বলা হয়, তিনি চাইলে পিতার শেষকৃত্যে উপস্থিত থাকতে দেশে ফিরতে পারেন।

যদিও সে পথে হাঁটেননি তিনি। পরিবার ও অধিনায়ক কোহলির পরামর্শ ছিল, বাবার স্বপ্ন পূরণ করতে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার। ছেলেকে দেশের হয়ে খেলতে দেখাই ছিল সিরাজের বাবার একমাত্র স্বপ্ন।

অস্ট্রেলিয়া সফরে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে হাতেখড়ি হয় সিরাজের। দুরন্ত বোলিং করে দলকে সিরিজ জিততে সাহায্য করেন সিরাজ। বাবার স্বপ্ন পূরণ করে দেশে ফিরেছেন তরুণ ক্রিকেটার।

দেশে ফেরার পর বাকি ক্রিকেটাররা যেখানে বাড়ির পথে রওনা হন, সেখানে সিরাজের গন্তব্যস্থল ছিল প্রয়াত বাবার কবরস্থান। বিমানবন্দর থেকে সোজো বাবার কবরের পাশে গিয়ে শ্রদ্ধা জানান সিরাজ।

সিরাজকে দীর্ঘ ২ মাস অপেক্ষা করতে হয় বাবার কবরের কাছে গিয়ে শ্রদ্ধা জানাতে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে সিরাজ সোজা পৌঁছে যান খইরতাবাদের কবরস্থানে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারকা ক্রিকেটার বাড়ির পথে রওনা হন।