শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৩ জন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকার জনবহুল স্থানে দুজন হামলাকারী এ ঘটনা ঘটিয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ।’

দেশটির সেনাবাহিনী বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়েছে।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলাকারী দ্রুত বাজারে প্রবেশ করে এবং জানায় সে অসুস্থ। এতে লোকজন তার আশেপাশে জড়ো হয়। এ সময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন হতাহতদের কাছে ছুটে যায় তখন দ্বিতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।