শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

news-image

অনলাইন ডেস্ক : চলতি পৌষ মাসে শীতের প্রকোপ কম থাকলেও এ পরিস্থিতি দ্রুত পাল্টাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা বলছেন, আগামী সপ্তাহের শেষ দিকে শৈত্যপ্রবাহ হতে পারে। এক পর্যায়ে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

আজ শুক্রবার এ পূর্বাভাস পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান,আগামী ১২ তারিখের পর দেশের উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি খুব তীব্র আকার ধারণ করতে পারে এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে। অন্যটি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ।