শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন বসছে আগামী ১৮ জানুয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন আগামী ১৮ জানুয়ারি শুরু হবে। বুধবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানায়, আগামী ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।

এর আগে, গত ২০ নভেম্বর একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশন শেষ হয়। ৮ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলে এই অধিবেশন।

সূত্র : বাংলাদেশ জার্নাল