শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম। “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে স্থানীয় ফারুকী পার্ক স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এস,এম শফিকুল্লাহসহ জেলার বিভিন্ন সরকারাী দপ্তরের প্রধানগন।

এ সময় বক্তারা, বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেনা তারাই বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের মাধ্যমে এই জাতির চেতনা এবং অস্তিত্বকে আঘাত করেছে। তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসেই মুক্তিযুদ্ধের চেতানাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।