মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে তামিমের ৬ হাজার রান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করলেন তামিম ইকবাল। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নবম ম্যাচে বুধবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম।

এই ম্যাচের আগে ৬ হাজার রানের মাইলফলক থেকে ২৭ রান দূরে ছিলেন তামিম। ম্যাচে ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে ৩১ রান করে ৬ হাজার রানের ক্লাবের প্রবেশ করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

বরিশাল ইনিংসের ১১তম ওভারে ঢাকার স্পিনার নাসুম আহমেদকে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌঁছান তামিম।

২১৩ ম্যাচের ২১২ ইনিংসে বিশ্বের ৩৯তম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান ক্লাবে নাম লেখান ৩টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরি করা তামিম।

ইতোমধ্যে এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করেন সাকিব। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩শ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি।

মাইলফলকের ম্যাচটা অবশ্য তামিমের দল হেরে গেছে ঢাকার বিপক্ষে।

এ জাতীয় আরও খবর