বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতিকর্মী তনন হত্যা মামলার আসামি গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি আফজাল আহমেদ(৪৮)কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। বুধবার সকালে আসামী আফজালকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার  পুলিশ হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাকে গ্রেফতার করেছে।  আফজাল আহমেদ হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে।
 নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিচুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আফজালসহ এজাহার ভুক্ত  দুজনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য,গত ৯ নভেম্বর নাসিরনগর উপজেলার আলিয়ার গ্রামে পূর্ব বিরোধের জেরে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈয়দ মোনাব্বির আহমেদ তনন (২৫) নামে এক সংস্কৃতিকর্মী খুন হন।

এ জাতীয় আরও খবর