বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও ঋণ বিতরণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কাঞ্চনপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি ও ঋণ বিতরণ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগীদের ঋণ বিতরণসহ মৎস্য অধিদপ্তরের উপকারভোগীদের পিকআপ ভ্যান ও উপকরণ বিতরণ এবং শারদীয় দূর্গপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে স্থানীয় সার্কিট হাউসে জেলা ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয় সদর আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামসুজ্জামান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ।
পরে অতিথিবৃন্দ “আমার বাড়ি আমার খামার” প্রকল্পের উপকারভোগীদের মাঝে ৬০ লক্ষ টাকার ঋণ বিতরণ, কাঞ্চনপুর আশ্রয়ন প্রকল্পের ১৫ টি পরিবারের মাঝে ঘরের চাবি কবুলিয়ত ও ৩০ হাজার টাকা করে ঋণের চেক প্রদান এবং দূর্গাপূজা উপলক্ষে ২০ টি মন্দিরে অনুদান দেয়া হয়।