শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

১ মিনিটে লন্ডভন্ড বদরগঞ্জের ১০ গ্রাম

রংপুর ব্যুরো : মাত্র এক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে রংপুরের বদরগঞ্জে ১০টি গ্রামের শতশত বসতবাড়ি-দোকানপাট। ঝড়ের আঘাতে আহত হয়েছেন শিক্ষার্থী, শিশু বৃদ্ধাসহ অন্তত ১০ জন। এতে প্রায় ৫ হাজার গাছপালা উপড়ে পড়েছে বলে জানিয়েছে বনবিভাগ। ভেঙে পড়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। শুক্রবার দুপুরের পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট ও বদরগঞ্জ পৌরশহরের ফায়ার সার্ভিসপাড়া এলাকার মানুষ। গত দুইদিনেও দামোদরপুর এলাকায় বিদ্যুত সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এদিকে গত শনিবার বিকেলে নগরীর ১১ নং ওয়ার্ডের বিন্যাটারিসহ আশেপাশের এলাকাগুলোর উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অনেকের বাড়ির টিনের চাল, গাছ, বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়।

গতকাল শনিবার দুপুরের দিকে বদরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ইউএনও মেহেদী হাসান। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ করে বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে মাত্র এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় আধা-পাকা বসতবাড়ি, দোকানপাট ও ১০টি প্রতিষ্ঠান। এতে প্রায় ৫ হাজার গাছ উপড়ে পড়েছে। দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বাজারের বহু দোকানপাট ও বাড়িঘর দুমড়ে মুচড়ে গেছে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক সরকার জানান, ঝড়ের কবলে পড়ে ৩৯১টি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে একটি মসজিদ ও মন্দির ঘর ভেঙে পড়েছে। সড়কে গাছ ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেঙে পড়া গাছ কেটে রাস্তা চলাচলের উপযোগী করে তোলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। এদের মধ্যে প্রয়োজনীয় ঢেউটিন ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওযা হবে।রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবারসহ প্রয়োজনীয় নগদ সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন