শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে বন বিভাগের অফিস

news-image
 নিজস্ব প্রতিনিধি : প্রাকৃতিক সম্পদের মধ্যে গাছ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সেই গাছ দেখা- শুনার জন্য প্রতিটি উপজেলায় একজন করে বন কর্মকর্তা রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বন বিভাগের অফিসটিতে দীর্ঘদিন যাবত দায়িত্বরত কর্মকর্তাসহ অফিস সহকারিরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই জরাজীর্ণ অফিসটি যেকোন সময় ধসে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা। অফিস সূএে জানা যায়, একজন বন কর্মকর্তা এবং একজন সহকারি দ্ইুজন মিলে উপজেলার ১২৭ টি গ্রামের সরকারি সম্পদ গাছ দেখাশুনা করার দায়িত্ব পালন করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘরের অবস্থা খুবই জরাজীর্ণ। যেকোন মূহুর্তে ঘরটি মাটিতে লুটিয়ে পরতে পারে।
স্হানীয়রা বলেন,ছোটবেলা থাইকা(থেকে) দেইখা আইতাছি (দেখতাছি) ঘরটি লক্কর-ঝক্কর। অনেক অফিস উন্নত হইছে কিন্তু বন বিভাগের ঘরটি আর নতুন হইলো না। উপজেলায় এমন জরাজীর্ণ অফিস আর একটিও নাই। এব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলার বন কর্মকর্তা মো.মোস্তফা কামাল বলেন, আমি ঠিকমতন অফিসে বসে অফিসের কাজ করতে পারি না। কেননা সবসময় মনের ভিতর একটা ভয় থাকে কখন যেন ঘরটি আমার মাথার উপরে পরে। তবে আমি এ বিষয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি।
এব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বলেন,জাতীয় বন সম্পদের বিকাশে বন কর্মকর্তাদের অবদান সবচেয়ে বেশি। সেই তাদের অফিস কক্ষটি জরাজীর্ণ। আমি এখানে দায়িত্বরত বন বিভাগের কর্মকর্তার সাথে কথা বলে অফিস কক্ষটি নতুন সংঙ্কার করার জন্য চিঠি লিখব।