শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম সিটির ভোট ২৮ এপ্রিল

ডিসিসি-নির্বাচনডেস্ক রির্পোট : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ এপ্রিল একযোগে এ তিন সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে ইসি সচিবালয়ের সভাকক্ষে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।

বৈঠকের আগে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছিলেন, এ বৈঠক শেষে ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার করা হবে।

এর আগে সর্বশেষ ২০০২ সালের ২৫ এপ্রিল ডিসিসি নির্বাচন হয়েছিল। দীর্ঘ ৭ বছর সীমানা ও আইনি জটিলতার কারণে ডিসিসি নির্বাচন আটকে ছিল। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে সীমানা নির্ধারণের গেজেট ইসিতে পৌঁছলে নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনের তোড়জোড় শুরু করে। দীর্ঘ প্রতিক্ষার পর আজ বুধবার ডিসিসির দুই সিটিসহ চট্টগ্রাম সিটি করপোরেশনেরও তফসিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ড আছে। এতে ভোটার আছে ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আর দক্ষিণে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন।

এছাড়া চট্টগ্রামে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার আছে।