শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাড়ার জন্য বাড়িওয়ালা বৃদ্ধাকে বাসা থেকে বের করে দিলেন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পঞ্চাশোর্ধ রোকেয়া বেগমের স্বামী মারা গেছেন আট বছর আগে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে সন্তান না থাকায় এতদিন বড় মেয়ের তার সংসার চালাতেন। কিন্তু করোনার প্রভাবে সবকিছু বদলে গেছে। আপনরা হয়েছেন পর।

এমতবস্থায় তিনমাসের ঘর ভাড়া বকেয়া পড়ায় বাড়িওয়ালা বুধবার সকালে তাকে বাসা থেকে বের করে দিয়েছেন। এরপর থেকে নগরের ২ নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগ অফিসের সামনের ফুটপাতই তার ঠিকানা। রোকেয়া বেগম ভুগছেন শ্বাসকষ্টেও।

রোকেয়া বেগম জানান, তিনি নগরের তল্লা এলাকার ছোট মসজিদ সংলগ্ন রবিউলের টিনসেড বাড়ির একটি ঘরে ভাড়া থাকতেন। তিন মাসের ভাড়া বকেয়া হওয়ায় বুধবার সকালেই বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছেন। তার দুই মেয়ে থাকলেও তারা স্বামীর সংসার নিয়ে ব্যস্ত।

এখন তিনি একেবারেই অসহায়। আগে বড় মেয়ের জামাই তার ঘর ভাড়া দিতেন, সংসার চালাতেন। এখন আর কেউ তাকে সহযোগিতা করেন না। জমানো টাকা যা ছিল তা এই ক’দিনেই শেষ হয়ে গেছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পর তাই কোথাও মাথা গোজার ঠাঁই না পেয়ে নগরের ২ নম্বর রেল গেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ফুটপাতই এখন তার ঠিকানা।

এ প্রতিবেদক তার ২ মেয়ে ও বাড়ির মালিকের ফোন নম্বর চাইলে তিনি রাগে ক্ষোভে বলেন, আমি কারও নম্বর দেব না। এই অসহায় অবস্থায় মেয়েরাই পাশে এসে দাঁড়ায়নি, বাড়ির মালিক কী করবে?

এ বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও বাড়িওয়ালার বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন