বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোলিংয়ে নাকাল দক্ষিণ আফ্রিকা : ২৯ রানে জয় পাকিস্তানের

pk winপাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দু দফা বৃষ্টি হানা দিয়েছে। দারুণ ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ের জন্য বৃষ্টি ভেজা ম্যাচে জয়ের উৎসব করেছে পাকিস্তান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (ডি/এল) তারা ২৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

কার্টেল ওভারে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলিংয়ে নাকাল হয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও ভাল খেলেছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে তিনি আউট হওয়ার পর জয়ের স্বপ্ন ঢাকা পড়েছে দলটির। ব্যক্তিগত ৭৭ রানে সোহেল খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।

পাকিস্তানের বোলিংয়ের সামনে ভিলিয়ার্স ছাড়া সুবিধা করতে পারেনি বাকি ব্যাটসম্যানরা। তারপরও আমলার ৩৮ ও প্লেসিসের ২৭ রানে গুটিয়ে যাওয়ার আগে ২০২ রান করেছিল তারা। ৩টি করে উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে ভূমিকা রেখেছেন মোহাম্মদ ইরফান, রাহাত আলী ও ওয়াহাবি রিয়াজ।

নিউজিল্যান্ডের ইডেন পার্কে এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। খেলতে নেমে দলীয় ৩০ রানের মধ্যে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান। অ্যাবোটের বলে ক্যাচ আউট হয়েছেন ওপেনার আহমেদ শেহজাদ (১৮ রান)। তবে রান আউট হওয়ার আগে রানের চাকা সচল রেখেছেন আরেক ওপেনার সরফরাজ আহমেদ। এক রানের জন্য হাফসেঞ্চুরি (৪৯ রান) বঞ্চিত হয়েছেন তিনি।

রান খরায় থাকায় অভিজ্ঞ ইউনিস খান জ্বলে উঠার ইঙ্গিতই দিচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত খাতায় ৩৭ রান যোগ করার পরই ডি ভিলিয়ার্সের বলে রোসোউর তালুবন্দী হয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সুবিধা করতে পারেননি ফর্মহীন উমর আকমল (১৩ রান)। মর্কেলের বলে ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়েছেন এই ক্রিকেটার।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বলতে গেলে একাই লড়াই করেছেন অধিনায়ক মিসবাহ। দু দফা বৃষ্টিতে ম্যাচে বিঘ্ন হলেও নিজের ছন্দেই ছিলেন মিসবাহ। পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম হাফসেঞ্চুরি। শেষ অবধি তার ৫৬ রানের কল্যাণে গুটিয়ে যাওয়ার আগে ২২২ রান করেছে পাকিস্তান। বৃষ্টির জন্য পুরো ৫০ ওভার নয়, পাকিস্তান খেলেছে ৪৭ ওভার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২২২/১০, ওভার ৪৬.৪ (মিসবাহ ৫৬, সরফরাজ ৪৯, ইউনিস ৩৭, আফ্রিদি ২২; স্টেইন ৩/৩০, মর্কেল ২/২৫)

দক্ষিণ আফ্রিকা : ২০২/১০, ওভার ৩৩.৩ (ভিলিয়ার্স ৭৭, আমলা ৩৮, প্লেসিস ২৭; রাহাত ৩/৪০, ওয়াহাব ৩/৪৫)

ফল : পাকিস্তানী ২৯ রানে জয়ী (ডি/এল পদ্ধতি)

ম্যাচসেরা : সরফরাজ আহমেদ।