শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল অধ্যাপক হরলাল রায় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

horolal royউপমহাদেশের প্রখ্যাত বৈয়াকরণ অধ্যাপক হরলাল রায় এর ২৮তম মৃত্যু বার্ষিকী স্মরণে প্রতি বছরের ন্যায় সাহিত্য একাডেমি আগামীকাল ৮মার্চ-২০১৫ রবিবার বিকাল ৩টায়  সাহিত্য একাডেমি পাঠাগারে অধ্যাপক হরলাল রায় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। এবারের প্রতিযোগিতায় ৪টি বিষয়ের আয়োজন রয়েছে। শুদ্ধ বানান, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও যেমন খুশি তেমন সাজ। শুদ্ধ বানান ও কবিতা আবৃত্তির জন্য ৩টি বিভাগ করা হয়েছে। “ক” বিভাগ- ১ম থেকে ৫ম, “খ” বিভাগ- ৬ষ্ঠ থেকে ৮ম, “গ” বিভাগসহ চিত্রাংকন ও যেমন খুশি তেমন সাজ সকলের জন্য উন্মোক্ত করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আহবান জানিয়েছেন প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক ডা. কল্লোল রায়।