শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে ওয়ার্ক ভিসা পাওয়ার পথে ২২ লাখ বাংলাদেশী

imagesআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ২২ লাখ বাংলাদেশীর ওয়ার্ক ভিসা পাবার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। সম্প্রতি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সমঝোতা হওয়ার পর শুরু হয়েছে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া। সৌদি শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র তাইসির আল-মুফাররেজ জানিয়েছেন, ২২ লাখ আবেদনকারীর বড় একটি অংশ ইতিমধ্যে আইনি, স্বাস্থ্যগত এবং দক্ষতার পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ। তাইসির বলেন, সৌদি আরবে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া তদারকিতে শ্রম, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে নিয়োগ কার্যালয়গুলোর সূত্রের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে গৃহপরিচারিকারা সৌদি আরব পৌঁছুবে বলে আশা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে গৃহপরিচারিকা হিসেবে নিয়োগ পাওয়ার আবেদন গ্রহণ করতে মুসানিক ইলেক্ট্রনিক পোর্টাল চালু করেছে শ্রম মন্ত্রণালয়। আগামী দু’সপ্তাহের মধ্যে ওয়ার্ক ভিসা ইস্যু করা শুরু হবে বলে আশা করছেন তারা। এরপর আবেদনকারীরা বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন যেন তারা জুলাইয়ের প্রথমদিকে সৌদি আরব পৌঁছতে পারেন। সৌদি আরব ও বাংলাদেশ ইতিমধ্যে জনশক্তি নিয়োগের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর শুরু করতে সমঝোতা শুরু করেছে। বাংলাদেশে ২ শতাধিক নিয়োগ সংক্রান্ত কার্যালয় রয়েছে। কিন্তু সৌদি আরবের জাতীয় নিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো একসঙ্গে মাত্র দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ থেকে প্রতি মাসে ১০ হাজার কর্মী সৌদি আরব যাবে বলে আশা করা হচ্ছে। নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশ প্রধানত গাড়িচালক এবং গৃহপরিচারিকা। উল্লেখ্য, ২০০৮ সালে বাংলাদেশ থেকে নির্মাণ ও কৃষিকর্মী নিয়োগ বন্ধ করে দেয় সৌদি আরব। এরপর প্রতিমাসে বাংলাদেশ থেকে আসা শ্রমিকদের সংখ্যা ১৫ হাজার থেকে ১০ হাজারে নেমে আসে। এ বছর ২১শে জানুয়ারি শ্রমমন্ত্রী আদেল ফাকেইহ ঘোষণা দেন বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। এরপর উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে কর্মরত অভিবাসী বাংলাদেশীর সংখ্যা ১৩ লাখ। অন্যান্য আনুষ্ঠানিক হিসাবে এ সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার বলা হয়ে থাকে।  

এ জাতীয় আরও খবর