শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে ৯৯ জন কৃতী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ প্রদান

imagesআকতার হোসেন ভুইয়া : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে নাসিরনগর উপজেলা জেঠাগ্রাম উদয়ন যুব সংঘের উদ্যোগে  অনুষ্ঠিত আলোচনা সভা ও গোর্কণ ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী  ৯৯ জন কৃতি ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ প্রদান অনুষ্ঠান  গত শনিবার বিকালে জেঠাগ্রাম বাজার চত্বরে সংঘের সভাপতি ডাঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সংঘের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা রানার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনির হোসেন ভুইয়া,প্রাক্তন সোনালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ শোয়েবুর রহমান খান,ব্যাংক কর্মকর্তা সৈয়দ মোঃ শাহীন ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ খন্দকার কাউছার। বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক মোঃ শাহনুর আলম,যুগ্ম-আহবায়ক মোফাজ্জল হোসেন খান সৌরভ, উদয়ন যুব সংঘের সাবেক সভাপতি ডাঃ আবু জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী,যুগ্ম-সম্পাদক রিপন খান ও লোকমান হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে   কৃতি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও ১০ জন হতদরিদ্র পরিবারকে স্যানিটারী রিং প্রদান করা হয়।