বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরের ৪১ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এমপিওভুক্ত

news-image

সোহেল রশীদ,রংপুর : সদ্য ঘোষিত এমপিওভুক্তির তালিকায় রংপুর জেলায় ৪১ শিক্ষ্ াপ্রতিষ্ঠান স্থান পেয়েছে। এমপিওভুক্তির সংবাদে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীদেরও আনন্দ উল্লাসের কমতি নেই। শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রংপুরের ৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১২টি উচ্চ বিদ্যালয়, ১টি ভোকেশাল উচ্চ বিদ্যালয়, ৫টি উচ্চ বিদ্যালয় ও কলেজ, ৪টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৪টি বিএম কলেজ, ২টি ডিগ্রি কলেজ, ১টি কৃষি কলেজ, ২টি দাখিল মাদরাসা, ২টি আলিম মাদরাসা, ১টি কামিল মাদরাসাসহ মোট ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো: রংপুর সদরের নাজির দিঘর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সোনার চান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জানকি ধাপেরহাট উচ্চ বিদ্যালয়, উত্তম উচ্চ বিদ্যালয় ও কলেজ, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ, আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, জাহেদা খাতুন গালর্স স্কুল এ্যান্ড কলেজ, রংপুর সিটি কলেজ, সাহেবগঞ্জ টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ, মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদরাসা, বদরগঞ্জ উপজেলার গোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর আর্দশ উচ্চ বিদ্যালয়, রোস্তমাবাদ উচ্চ বিদ্যালয়, চান্দামারি উচ্চ বিদ্যালয়, ভিআইপি শাহাদৎ হোসেন কলেজ, ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদরাসা, তারাগঞ্জ উপজেলার হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ কারিগরী ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, গঙ্গাচড়া উপজেলার তালুকভুবন বকশীগঞ্জ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, তুলশীরহাট উচ্চ বিদ্যালয়, সাউদপাড়া ইসলামিয়া আলিম মাদরাসা, গঙ্গাচড়া মহিলা কলেজ, পীরগাছা উপজেলার মহিশাকুড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মকররমপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ি উচ্চ বিদ্যালয়, পাওটানাহাট বালিকা দাখিল মাদরাসা, খাদিজা আবেদীন চৌধুরানী কলেজ, খন্দকার আব্দুল করিম মিয়া বিএম কলেজ, রহিম উদ্দিন ভরসা ডিগ্রী মহিলা কলেজ, কাউনিয়ার উপজেলার শিবু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পাটোয়ারিটারি দাখিল মাদরাসা, বেইলী ব্রীজ কৃষি কলেজ, মিঠাপুকুর উপজেলার আদারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, শীতলগাড়ি উচ্চ বিদ্যালয়, আর্দশ উচ্চ বিদ্যালয়, শেরপুর উচ্চ বিদ্যালয়, গোপালপুর ড.এম আর মহিলা টেকনিক্যাল এ্যন্ড বিএম কলেজ, পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কাদিরাবাদ দ্বি-মুখি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়, শানেরহাট কেজে ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজ, ভেন্ডাবাড়ি মহিলা কলেজ।এমপিও ভুক্তি বিষয়ে রংপুর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মশিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এমপিও বিহীন ছিলাম। সরকার এমপিও দেয়ায় আমিসহ আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।

এব্যাপারে নাজিরদিঘর উচ্চ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আকতারুজ্জামান ভুট্টু বলেন, নগরীর শিক্ষা বঞ্চিত নাজিরদিঘর ও বনগ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় শিক্ষানুরাগী মরহুম এমদাদুল হক বাদল ২০০১ সালে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। এমপিভুক্তি হওয়াতে আমরা আনন্দিত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে সাড়ে ৩শত শিক্ষার্থী অধ্যয়ন করছে।গঙ্গাচড়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক কাজী রাজিয়া বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলনের ফসল হিসাবে গঙ্গাচড়া মহিলা কলেজ এমপিও ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত । এই সরকার প্রধান জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এবিষয়ে রংপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু বলেন, কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক ত্যাগ করেছি। অর্থ ব্যয় করেছি। বর্তমানে নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রংপুর সিটি কলেজ শিক্ষার আলো ছড়াচ্ছে। এখানে বর্তমানে ৬শত শিক্ষার্থী অধ্যয়ন করছে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এমপিও ভুক্ত হওয়াতে আমি খুবই আনন্দিত।

এ জাতীয় আরও খবর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়

ভারতীয় দলে সানজু, বাদ কেএল রাহুল

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

গরমের সঙ্গে বেড়েছে কলেরা রোগী

হিট স্ট্রোক: সাত দিনে ১০ জনের মৃত্যু